রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

কবিতা: রক্তে রাঙিয়ে দিলে

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৭০ Time View

কলমে: মোঃ আব্দুল রহমান

সুন্দর ভোর নামল ঐ দিগন্তে,
ঝলমলে শিশির বিন্দুটি ঘাসের ডগায় আলো দিল,
পাখিরা ডাকল সমবেত কণ্ঠে —
” নতুন ভোর ! আলোর বেণু! ”
জানলার ফাঁক দিয়ে দিলাম উঁকি,
লাল আভায় রাঙানো ঐ পুবের আকাশ তখনও,
শিশুরা কাঁদল সমবেত কণ্ঠে —
” আর নয় ! শান্তি চাই ! ”
পুরো আকাশ অন্ধকার হয়ে গেল,
ধোঁয়ায় পরিপূর্ণ চারিদিকে বারুদের ঘ্রাণ ছড়ালো,
চেঁচিয়ে উঠলাম তখন আমি —
” বাঁচতে চাই ! আর নয় ! ”
শব্দগুলো কোথাও যেন হারিয়ে গেল,
লাল তাজা রক্তে রাঙিয়ে দিলে সবুজ ধরণীর গায়,
চিনতে পারিনা আর নিজেকে —
” যুদ্ধ নয় ! শান্তি চাই ! ”
চেয়ে চেয়ে একদৃষ্টে তাকিয়ে রইলাম,
কালা, বধির হয়ে পড়ে আছি একাকী নিস্তব্ধতায়,
উষ্ণ রবির কিরণ পড়ল বুকের গর্তে —
” মৃত্যু নয় ! বাঁচতে চাই !”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102