জীবৎকাল এর কোন এক ফুরসত এ সবাকার হতে হয় শূন্য
অঢেল কার্যের ভালো গুণ এনে দেয় আয়ুষ্কালে পুণ্য
আলোক রশ্মির ন্যায় উদ্দামে ফুরোয় দিবা
কাহারো কাটে নগ্নতায় পুরো কায়া।
অন্তরিন্দ্রিয় যখন ব্যাকুল হয় র্নিমূল করতে নিজেকে
শূন্য তখন পশ্চাতে ঘুরে ফিরে অজ্ঞাতসারে
কদাচিৎ কি কেউ উদ্ভাবন করে হবে কি দেহ?
মৃওিকার সত্ত্বা মৃওিকাতেই রাখবে দর্শন করবে না আর কেহ।
কিসের মহিমা কিসের পটুতা সবইতো ধূলো
নেত্র এর অন্তরালে ওড়ে যাবে সব সেটাই বল
মাহবুবে খোদার সৃষ্টির সবকিছুই শূন্য
এরপরেও করতে হবে শোকর কেননা আমরা যে মানবজাতি হিসেবে ধন্য।
সূত্রপাতই আমাদের শূন্য থেকে অবসানও হয় শূন্য নিয়েই
আরাধনা করলেই পরকাল হবে না ভগ্ন
আহার চিন্তা চেতনা সবই থাকবে মিছে
কাজ হবেনা জেনেও সর্বস্বান্ত থাকি কিসে?
শূন্য ভূবণ শূন্য জীবন রাখবেনা দুনিয়াবি মায়া
হাশরের শূন্য জায়গা ভরে যাবে দিয়ে খোদাতাআলার ছায়া
শূন্যের মাঝে আরশে আজিম হাশরে করবে সব হাহাকার
যদি না যাও সেথায় শূন্য হাতে হয়ে যাবে নেককার
শূন্য পৃথিবীর মায়া ত্যাগের পরেও দিতে পারবেনা কেউ ধিক্কার।