কলমে: দেব মন্ডল
এনেছিলাম ষোল আনা,
ঋণী আমি আঠারো আনা যাওয়ার কড়ি নাই,
মাঝি এখন পারঘাটে কি করি উপায়।
মায়ার ঘোরে পড়ে আমি সব হারালাম পথে।
বিশ্বনাথ আজ সকাল সাজে ডাকে তাহার কাছে।
কি জবাব দিবো আমি আমার সবকিছু তো বাকি।
আজ আমি ভীষণভাবে ঋণী।
না চিনিলাম দয়ালমাঝি, না করিলাম গুরু সঙ্গী,
সবই দিলাম ফাঁকি,মায়ার বশে পড়ে আমি সবই রইলাম ভুলে।
ভুলে, ভুলে জীবন গেলো আসল মানুষ না চিনি।
আজ আমি ভুলেছি সেই পরম দয়াল হরি।
মৃত্যু কালে সে ছাড়া আর কেউ হবে না সঙ্গী।
এমন দয়াল রেখে কেনো আমি মায়ার বশে মজি।
জন্মিলে, মরিতে হবে এ কথা সদা সত্য এ ভুবন মাঝে।
এ জীবন অল্প দিনের ওপারেতে থাকতে হবে দীর্ঘ জীবন ধরে।
অল্পের আশায় স্রষ্টা ভুলে রইলাম পথে পড়ে।
সাধন ভজন না করিয়া সব দিলাম ফাঁকি।
দিন ফুরালো সময় এলো এখন দেখি আমার ষোল আনা ফাঁকি।