কলমে: জাসমিনা খাতুন
রামপুরহাট, বীরভূম, ভারত
সভ্যতার পথে চলে, দেখি পুরানো ছবি,
দ্রবণ মেশে না আজও, দ্বিপ্রহরের রবি।
কোটি বছর পেরিয়েছে, পৃথিবী যৌবনা,
তবু সেই পুরনো রেখা রয়ে যায় করতলে চেনা।
খাদ্য আর খাদকের দ্বন্দ্বে রক্তের নৃত্য,
প্রভাতে শুরু হয়, সন্ধ্যায় পাই না শৈত্য।
মানুষ বলে এগোয়, হাতে সভ্যতার প্রদীপ,
আদিম ক্ষুধা ভুলে জীবন পেল না সুখের দ্বীপ।
মানচিত্রের বুকে নখরের আঁকা চিহ্ন,
রক্ত ঝরে আজও, মাটি জানে কতটা নির্ঘিণ।
দিগন্তে মিশে যায় সভ্যতার বুলি,
অতীতের গল্পে লুকিয়ে থাকে জাদুকরের তুলি।
মহাবিশ্ব অনাথ, মানুষ স্বপ্ন ধরে,
পাশাপাশি হেঁটে যায় অসীমের তরে।
একটি স্বপ্ন জাগে, বাঁচার ক্ষুদ্র আশা,
ক্ষুধা কি মুছবে, জাগবে সভ্যতার ভাষা?