আমি সময়!
আমায় সবাই চেনে;
যুগ যুগান্তর ধরে কালের স্রোতে
আমি আপনার গতিতে চিরন্তন বহমান!
কত জাতি, কত সভ্যতা, আজও তার সাক্ষী।
শত শত নিদর্শন, সহস্র প্রদর্শন,
কোটি কোটি জনপদ ও সংস্কৃতির
উথ্থান ও পতন আমাকে ঘিরে।
তবু মনে রেখো,
কভু ভুলে যেও না তোমরা!
কখনো খুশির ঝরনা ডাকি,
কখনো চরম বিষাদের ছবি আঁকি।
কখনো ধরণীকে নব নব সজ্জায় ভরে তুলি,
কখনো ভ্রু'র ইশারায় ধূলিসাৎ করে দিই।
আবার গড়ি।
আমার স্বভাব বিচিত্র!
আমি কভু থেমে থাকতে পারি না।
কখনো নির্মম পাথরের মত শক্ত,
কখনো টর্নেডোর মতো ঘূর্ণায়মান,
কখনো আবার সাঁঝের আকাশে চাঁদ
ও তারায় ভরিয়ে তুলি নব নক্ষত্রপুঞ্জের মেলায়।
সমুদ্রকে ফুলিয়ে তুলি কখনো,
কখনো শুষ্ক মরুভূমি প্রান্তর গড়ি,
আবার কখনো চির বর্ষণে তলিয়ে দিই সব!
এখনো স্বীকার করো।
আমি কিন্তু ক্ষমাহীন! বড়ই নিষ্ঠুর!
রেহাই পাবে না কেউ! কখ্খনো না!
হ্যাঁ, আমি সময়!
দেখছি সবকিছুই চেয়ে চেয়ে,
তোমরা আমার খুব নিকটে, নিশ্চয়ই দেখা হবে।
তৈরি থেকো, হ্যাঁ, প্রস্তুত থেকো।
শেষ খেলাটা আমি'ই খেলব।
শেষ বিচার আমি'ই করব। জয় সত্যের, নিশ্চয়ই!
তবু মনে রেখো!