লেখক: সাদ বিশ্বাস
পুণ্যের কাজ করে পেতে চাই মোরা স্বপ্নের স্বর্গের বাগিচা,
তবুও মনে বড় ভয় হয় পাপ মোর নিয়ে যাবে না তো নরকের বিভীষণ বিভীষিকা।
পেতে চাইনা মোরা কারো কোন স্বার্থের ভালোবাসা,
স্বার্থ ছাড়াই পেতে চাই মোরা মানব কুলের অশেষ ভালোবাসা।
কতইনা ভালো হত ভালোবাসাই যদি হতো সব সমস্যার সমাধান,
সমাজ থেকে যেন বিচার শব্দটি লোক পেত এ কথা বলে আমারও মনোপ্রাণ।
যে সমাজ মানুষকে অসহায়ের পাশে দাঁড়াতে জানাবে আহ্বান,
সেই সমাজই মানুষকে সমাজের দোহাই দিয়ে করছে বলিদান।
সমাজ মেনেই যদি পাওয়া যেত স্বপ্নের স্বর্গের ঠিকানা,
‘রবের বাণী সবই বৃথা’ –আসলে সবই সমাজের কুমন্ত্রণা।
সতীদাহ নামক কুরুচি প্রথায় করেছি কত অবিচার,
কুরআন না পুরআন কে দিয়েছে মোদের এই অধিকার।
উপসংহারের বলি বারে বারে সমাজের মতো সমাজ গড়বো মোরা,
সমাজসেবা করে হাতে পেতে চাই স্বর্গের সম্মানীয় তোড়া।