কলমে - দেব মন্ডল
আজোও চোখে ভাসে সেই অন্ধকার কালো রাত।
কেমন করে ভেঙে দিয়েছিলো তিলে তিলে গড়া সপ্ন আমার।
কতো কাকুতি, মিনতির পরে ও ক্ষমা হয় নি আমার।
নিজের চেয়ে যাকে ভালোবেসে, বুনে ছিলাম সপ্নের জাল।
সেই নারী পরপুরুষে আসক্ত হলো ,
চোখের জলে বালিশ ভিজিয়েছি কতো রাত।
আমি নিজেকে মেরে ফিলিয়াছি অনন্তবার।
তিলে তিলে গড়িয়াছি নিজেকে আবার,
কখনো ধ্বংস হতে দেই নি চরিত্র আমার।
তার পর কবিত্বকে আঁকড়ে ধরে ভালোবাসা পেয়েছি বিশ্বের সবার।
যে সূর্য নিভে গিয়েছিলো কোন এক বিশ্বাস ঘাতনীর কালো ছায়ায়।
আজ যেনো সে সূর্য জ্বলিয়া উঠিয়াছে আবার।
সত্যের বলে বলিয়ান আমি, সত্যের চাদর গায়।
মিথ্যার চাদরে কে বাঁধিতে পারে আমার।
আজ চলিতেছি দেশ - দেশান্তর, আমার ভবঘুরে এ অন্তর।
কেউ যদি আবার ভালোবাসে বেঁধে রাখে মোর অন্তর।
আমি তার মায়ায় থাকবো সারাজীবন ভর।