কলমে- দেব মন্ডল
আমার ছোটবেলা হারিয়ে ফেলেছি বড় হওয়ার ফাঁকে।
সেই নীল নদের স্রোত আজও চোখে ভাসে,
কোথায় হারিয়ে গেলো দুষ্ট দুপুর বেলা,
পাখি গুলো আজ মুখ লুকিয়েছে বলছে তোরা হতচ্ছাড়া।
পৃথিবী আজ বিষের মতো সবখানে হাহাকার,
মানবতা আজ অসুস্থ বাঁচার কোন ওষুধ নেই তার।
সেই দিনের শাপলার মালা কেউ গাঁথে না আর,
চারিদিকে বিদেশি ফুলের বাহার।
কোথায় গেলো খেজুর রসের পিঠা পায়েসের গন্ধ।
আজ শুধু আধুনিক যুগে বিরায়ানি, পোলাওয়ার ভক্ত।
জোনাকিগুলো আর জ্বলে না ঝাউগাছের ফাঁকে।
ওরাও আজ দেশ ছেড়েছে অমানুষের ঝড়ে।
যাত্রা আসর আর বসে না ডিজে চলে সবখানে।
এর ফলে গুরুজনের ভক্তি সব গেছে ধুলায় মিশে।
গায়ের নারী আজ মর্ডান হয়েছে, ঘুচিয়েছে নিজের আত্মসম্মান।
তাই শশুর শাশুড়ির ঠিকানা এখন বৃদ্ধাশ্রম।
নারী নির্যাতন শেষ এখন পুরুষ নির্যাতন হয়।
আবার বিচার শেষে পুরুষের জেলে যেতে হয়।
এখন সত্য বলা মহাপাপ, মিথ্যা বলা পূন্যের কাজ।
ছোটবেলার আদর্শলিপি সবই এখন উল্টো।
ছোট বেলা আর কি পাবো বড় হওয়ার মাঝে,
নাকি এসব এখন সপ্ন দেখা সবাই গেছে মুছে।