কবি: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
==============
হিংসা বড়ো কঠিন রোগ,
আসেনা বলে কয়ে,
অন্যের ভালো সহ্য না হলেই,
দানা বাঁধে কষে।
এই রোগ সব থেকে ভয়ংকর,
সব থেকে খারাপ করে,
মানুষের সুন্দর মন।
করে তোলে হিংস্র,
হাবভাবে নেকড়েরা জ্যান্ত।
নিজের প্রতি বিশ্বাসের অভাব,
করে তুলে ক্লান্ত।
অন্যের ক্ষতির বাসনা,
স্বাধ জাগে ভাবনা,
“হিংসেতে জ্বলে পুড়ে,
অন্যের দুর্নামের প্রচারে নামে”।।
কিভাবে আটকে দেওয়া যায়,
সেই চেষ্টায় চলে,
খারাপ কাজটাকে ভালো ভাবে।
হিংসা রোগে আক্রান্ত হয়ে,
বোঝেনা তার ব্যক্তিত্ব যাচ্ছে ভয়ানক স্তরে,
অন্যের পেছনে সময় নষ্ট করে,
নিজের নিজস্বতা পেছনে রেখে,
নিজেকে চালাকের তকমা ভাবে।
হিংসা রোগকে দূরে ঠেলে,
নিজের প্রতি বিশ্বাস রেখে,
নিজের কাজগুলো করা যাবে যত,
স্বপ্ন পূরণ হবে ততো,
হিংসা হবেনা কক্ষনো।
মন থেকে হিংসা দূর করে,
হিংসা মুক্ত সহযোগিতার সমাজ গড়তে হবে।