কলমে: জাহিদুল ইসলাম মুন্সি
মরুভূমির তপ্ত বালি
নীল নদের মিষ্টি পানি।
গড়া সভ্যতার শহর
আজ বিলীন মিষ্টি সে নহর।
মরুভূমি / নীলনদ আজো টিকে আছে,
মানুষের গড়া সভ্যতাই হারিয়ে গেছে।
কতো রক্ত মিশে গেছে নীল নদের পানিতে,
কতো মানুষ বলি তরবারির আঘাতে।
রদবদল হয়েছে কতো রাজাধিরাজের শশিদল।
শলীল সমাধি লাখো সৈন্যদল।
তবুও থেমে নেই মানব সভ্যতার যাত্রা,
শুধুই বেড়েছে সর্বত্র হিংসার মাত্রা।
নীল নদের প্রতিটি পানি কণা স্বাক্ষী,
সভ্যতা ও ক্ষমতা কারোর নয়,
যুগে যুগে রদবদল হয়।
সভ্যতার মত ক্ষমতাও পড়ে রবে ভাঙা আয়নার কাঁচের মত মরুভূমির তপ্ত বালিতে,
কেবলই বইয়ের পাতায় ঠাঁই হবে কালো কালিতে।
কিসের এত অহংকার,
পতন যদি হয় সবার।
আরসে আজীম হতে সপ্তমাটির গভীরে এক আল্লাহ ফরমান,
ক্ষমতার লোভে হইও না নাফরমান।
দুর্বলকে পৃষ্ট করিও না যাতাকলে,
তুমি ও পরবে ধরা আজরাইলের যন্ত্রকলে।