(০১)- কেউ নেই
কেউ নেই, একে একে সরে গেছে সব।
ধুলোর গন্ধে ঢাকা পল্লী পথ আজ পিচের রাস্তা।
সন্ধ্যা হলে থরে থরে জ্বলে ওঠে উজ্জ্বল আলোর বেড়া।
চাঁদ ঢাকা পড়েছে, চঞ্চল নদী আজ শুধুই একা।
সুঁচে সুতো পরিয়ে যে নকশী কাঁথা স্মৃতি বিছানো।
সেখানে আজ সাজিয়েছে পাগলামির ডিজিটাল ভালোবাসা।
অসাবধানের বন্ধন ক্ষয়ে, ফেলে যাওয়া রুমালের মতো;
সম্পর্কের পিছুটান বসে বসে ভাবে শুধু অভিমান বোকা।
(০২)- শিক্ষা পেলাম
বনলতা, তোমাকে দুমুঠো গীতি-মালিকার প্রণাম।
দগদগে পুষ্পে, পর্ণে প্রতিষ্ঠানি প্রণাম।
মাটির কাছাকাছি আমি, নেইকো অকারণ ঔদ্ধত্যের অভিযোগ অভিমান।
ঝরনা লতার নির্জনে, অন্তর থেকে দাও আমাকে নির্বাসন।
উদাস হয়ে শিক্ষা পেলাম, সত্যের চেয়ে মিথ্যা বেশি মহিয়ান।