প্রেমি
ধবধবে লুকানো উঠানজুড়ে কাঁটাতারের বীজ বুনে যারা, তারা আমাদের কেউ নয়। তাদের হৃদয়ে নেই স্নেহ, নেই আলো; স্বার্থের স্রোতে বয়ে চলে তাদের মস্তিষ্ক।
ফোঁসফোঁস বিষাক্ত বিষের ধোঁয়ায় আকাশ ঢেকেছে তারা, হিংসার শ্বাসে দেয় কেবল বেদনাময় দ্রোহ।
মুছে ফেলে সমস্ত ‘কোমল’ ধুলোবালির পবিত্র আম্রবেলা, তাদের হাতে অস্ত্র—হিংসা আর রক্তের জ্বালা।
তবু আশা রাখি,’প্রেমি’আসবে একদিন প্রেমের আলো হাতে মানবতার প্রদীপ জ্বেলে, মুছে দেবে সব চিন।
খাসা
মশারির ঘোরাটোপে ঘুম ভেঙে ভাবি,
মাছের মতো বন্দী হয়ে, কেমন বেক্কল আমি।
মশাগুলো দিব্যি তো স্বাধীন,
ঘুরে ঘুরে গান গায়, নাচে তা ধিন ধিন।
মনের অচিনায় কখনো ভাবি, কখনো ভাবি নাই;
যদি হই মুক্ত সে মশা রাজরক্ত খেয়ে,
আমি হবো মোটা তাজা অপরূপ রূপে ক্লাউন ফিস খাসা।