শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

কবি মহ:মহসিন হাবিব এর চারটি কবিতা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৪১ Time View

পরিণতি
————–
জমানো কথাগুলো জমা হয়ে বুকের ভিতরটা প্রেগন্যান্ট হয়ে যায়
একসময় বমি করা ছাড়া কোনো উপায় থাকেনা
দর্শক শুধু খেয়াল করে রূপালী পর্দার অন্তরালে কি অন্তর্বাস আছে
এই ভাবেই চলে যায় নদীর ধারা
বহতা স্রোত ও একদিন ফিকে হয়ে আবদ্ধ হয় মরা বালির চরে
এই বুঝি জীবনের দিন রাত…
অবিরাম বৈঠকের কথা
এঁকে এঁকে তৈরি হয় সাদা কাফন
পতঙ্গদের লীলাভূমিতে
উদ্দাম নৃত্য তৈরি হয় অবশেষে।

————
অভিভব
————
গাছের মগডালে
বসে পাতা চেবানো ক্ষান্ত করো
সইতে বড্ড কষ্ট
যখন গলা টিপে ধরো
দয়ার দান
বিরিয়ানির প্লেটে
সাজালে ভরেনা মন।
তিল তিল করে জমানো লাভা অগ্নুৎপাতের অশনি সংকেত শোনায় পূর্ব দিগন্তে জমে থাকা মেঘের কোলে।

তপ্ত দুপুরে ট্রাফিক সিগন্যালও মাঝে মাঝে বিকল
শুরু এক নতুন অভিজ্ঞতা অর্জন

লিখতে লিখতে কবির কলম ধারালো হলে
দ্রোহের ঢেউ ছলাৎ ছলাৎ আওয়াজ তোলে শান্ত নীল সমুদ্রের বুকে।

আগুনের ওম নিতে সবাই জড়ো হয়
বিব্রতকরণের দীক্ষা মন্ত্রে বেজে ওঠে অভিভব ভাবনার সানাই।

————
অপেক্ষা
————
পি.সি. সরকারের জাদুতে
আর মজা পাইনা আবালবৃদ্ধবনিতা
মোবাইলে রিল বানিয়ে ফেইসবুকে ছেড়ে দিয়ে ভাইরাল হবার অপেক্ষায় দিনগুনে
কতগুলো ইমোজি টুপ টুপ করে পড়ে রোদ খসা তারার মত
সেটাই দেখার!
আর কতদিন লাগবে জাদু কে
কাবু করতে
তার হিসেব নিকেশ করতে বসে যায় একদল সেনসেক্স গবেষক

কেউ কেউ আবার লাল নীল হলুদ ফিতে ওড়াই আকাশের পানে
একদৃষ্টে তাকিয়ে থাকে ক্যানভাসে একটি সুন্দর কুয়াশাচ্ছন্ন সকাল লাভের আশায়
এখন শুধু অপেক্ষার দিনগোনা
কবে আসবে সত্যিকারের জাদু বিহীন দিন।
————-
শেষ টান
————-
মোমবাতি জ্বালানো
রাত জাগা অজস্র চোখ
মুখ বাঁধা কালো কাপড়ের ঢল
দ্রোহের কার্নিভাল
ন্যায় বিচারের পদযাত্রা
অবশেষে অনশন
ঘুম ভাঙ্গেনা তবুও মাসী পিসির
বিবেকে যে তালা মারা
এখন দরকার শুধু একটাই
দড়ি ধরে মারো টান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102