আকাশ
======
বন্ধ দরজা,বদ্ধ ঘরেতে,
রয়েছি বসে একা,
কেবলই ভাবি আর,অনুভব করি,
সব কিছুই যেন ফাঁকা।
জানলা খুলে দেখি,ধূ ধূ চারিদিক,
যেন বালুর চর,
ঝিলের জলেতে শুভ্র আকাশ,
শুয়ে আছে রাত ভর।
তারাগুলো সব মিটিমিটি জ্বলে,
আকাশের আশেপাশে,
ঘুমপাড়ানির গান শুনিয়ে চলেছে,
নরম হাতের পরশে।
চাঁদ ও পাশে বসে,বৃথা চেষ্টা করে
সময় ও চলে যায় পাশ দিয়ে,
ঘুম নেই চোখে আকাশ জেগে আছে,
জমা যন্ত্রণা বুকে নিয়ে।
কবিতা
======
কবিরা লেখেন অনেক কবিতা,
সাজিয়ে মনের ভাবনা,
বাস্তবের সাথে অমিল থাকলেও,
জানা যায় অনেক অজানা।
ফুল তো ফোটে রং-বেরঙের,
বিভিন্ন রকম গাছে,
সব ফুলের কিন্তু ঠাঁই হয় না,
দেবতাদের চরণের কাছে।
অপেক্ষায় থাকে শাল পাতা'রা,
অন্ন পাওয়ার তরে,
অন্নদাত্রী এসে তাদের সদা,
ইচ্ছে পূরণ করে।