সংবাদদাতা: ইমদাদুল ইসলাম, ভারত
কলকাতা: গত ২২ শে ডিসেম্বর ২০২৪ বেলা ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কোলকাতার মানিকতলা রাজা রামমোহন পাঠাগার হলে অনুষ্ঠিত হয়ে গেল ইন্দিরা সাহিত্য পত্রিকা এ্যান্ড প্রকাশনার বার্ষিক সংখ্যার মোড়ক উন্মোচন এবং গুণীজন ও সাহিত্য সম্মান প্রদানের মাধ্যমে এক স্বর্ণজ্জ্বল অনুষ্ঠানিক পর্ব। পশ্চিমবঙ্গের বহু বিশিষ্ট কবি- সাহিত্যিক, সমাজসেবী, শিল্পী,অভিনেতা ,গুণীজনদের উপস্থিতিতে এক চাঁদের হাটের আয়োজন করেছিলেন ইন্দিরা সাহিত্য পত্রিকা কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন বিশ্ববরেন্য সাহিত্যিক তথা প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথি পৃথ্বীরাজ সেন, বিশেষ অতিথি কবি অসীম দাস, আনুষ্ঠানিক সভাপতি ভরত চন্দ্র মন্ডল, আনুষ্ঠানিক সহসভাপতি কবি লক্ষণ চন্দ্র মন্ডল , উন্নয়ন সভাপতি কবি রীতা ব্যানার্জী, বিশেষ অতিথি কবি অমর সিং, দ্বিভাষিক কবি ইমদাদুল ইসলাম , কবি এমদাদ হোসেন, কবি আশিকুল আলম বিশ্বাস,কবি রাফিকুজ্জামান খান,কবি অজিত দাস,কবি সুরঞ্জন ঘোষ, কবি গীতশ্রী সাহা, কার্যকরী সভাপতি কবি সেখ মহবুব আলম, উপদেষ্টা মন্ডলী কবি হরিপদ বিশ্বাস, কবি মানিক দেবনাথ, অভিনেতা নৃপেন সমাদ্দার ,কবি বি কে স্বপন, অভিভাবক সদস্য কবি রতন চক্রবর্তী, কবি হীরক মন্ডল, কবি অরূপ মন্ডল, কবি সুনীল বনিক, কবি মৌমিতা দাস,কবি চন্দন ঘোষ,কবি ও গীতিকার মৃণাল কান্তি বিশ্বাস ( উদ্ভট্) , গুণীজন মধুসূদন মন্ডল ,কবি পাপড়ি দত্ত এবং আরও অনেক অনেক সাহিত্যপ্রেমী ও গুণীজন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট কবি ও শ্রদ্ধেয় গুণীজন দেবকীদুলাল মন্ডল মহাশয়। প্রতি বছরের ন্যায় এবারও ইন্দিরা সাহিত্য পত্রিকা ও প্রকাশনার মুখ্য উদ্যোক্তা ছিলেন পত্রিকা কমিটির সভাপতি কবি পুস্পক মন্ডল। সামগ্রিক তত্তাবধানে যার নিরলস প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি হয়ে উঠে আলোকময়। সকল কবি,সাহিত্যিক গুণীজনদের স্বর্গীয়া কৌশল্যা বালা মন্ডল এবং স্বর্গীয় রাধেশ্যাম ব্যানার্জী স্মৃতি সম্মাননা প্রদান করা হয় পত্রিকার তরফ্ থেকে। অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলন এবং কবিগুরু ও স্বর্গীয়া কৌশল্যা বালা মন্ডলের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে। উদ্বোধনী সংগীত (পত্রিকার থিম সং) এবং সভাপতির ভাষণে বিশেষ অধ্যায়ের সূচনা হয় এবং সদ্য প্রয়াত বিশিষ্ট কবি ও উপদেষ্টা অরুণ কুমার চক্রবর্তীর স্মরনে নীরবতা পালন করা হয়। সকলের সহযোগিতায় এক বিশেষ মাত্রা লাভ করে এই মনোগ্রাহী সাহিত্য অনুষ্ঠান।