সন্দীপ রায় (নীল)
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ,ভারত
যারা সেসময় আলো সুখ খুলতো
আজ আঁধারকে ভালোবেসে একা
যারা পলাশের সাথে রোজ দুলতো
তারা চেয়ে ফেরে তারাদের রেখা।
হৈমন্তীক কোনো সন্ধ্যায়
যারা ঠোঁটে প্রিয় নাম রাখত
তুমুল শীতের ওম চাদরে
বাহুডোরে ভালোবাসা ঢাকতো।
যারা কি ভীষন সোহাগে ও আদরে
সুগন্ধি করে নিতো নিজেকে
আজ গুটিয়ে নিয়েছে দেখো আস্তিন
ভেতরের শ্রাবণেতে ভেজে কে ?
তারা বোঝেনি তো কোনদিন এমনই
স্বপ্নেরা টুপ করে খসবে
চেনা সুখ হারালেও তেমনই
হৃদয়ের বিকিকিনি বসবে
যারা সেসময় আলো সুখ খুলতো
আঁধার ছিল না কোনো নশ্বর
আজ কি ব্যথায় দুটি চোখ বুজলো
শুধু, খসা তারা জেগে থাকে রাতভর।