কলমে: কমলেশ হালদার
আধুনিকতার ছোঁয়া লেগেছে
সমাজে মোদের হায়!
কল্পনার বাসর সাজানো সেখানে কি মানাই।
দুইবেলা পেট ভরে না পথের মাঝে শিশু,
বড়ো হয়েও ট্যাডির স্বপন ছাড়ে নাকো পিছু।
ট্যডি চাই ট্যাডি চাই এই তো শিশুর ভাবনা,
খেলনা পুতুল বিকিয়ে মাথা হয় পাশ্চাত্যের রসনা।
ভারতবাসীর ঐতিহ্য হয়েছে আজ ফিকে,
দেশাত্মবোধ, সততা, শ্রদ্ধা নেই কো শিশুর বুকে।
বিদেশ বিভুঁয় কেরেছে মন রঙ্গীন প্রজাপতি রং মেখে।
সমাজ সংস্কৃতি বিকাশে কোন ভূমিকা রাখে না,
নবীনতর প্রজন্ম আজ রসাতলে গমন, দিয় পাশ্চাত্যের বাহবা।
প্রবৃত্তির পরিবর্তন এ শুধুই বাহানা।
অন্ধকার ঘনিয়ে আসছে সমাজে তমসাচ্ছন্ন সহসা।
আধুনিক পিতার মাতার চরনে প্রনাম জানাই,
পাশ্চাত্যের রসনা বিলাস ভুলিয়ে,
হোক সঠিক শিশুর মানসিক মানবিক প্রকাশ।
এই ভাবে গড়তে হবে নূতন সমাজ,
ভারতবাসীর ঐতিহ্য ছড়িয়ে পড়ুক ধরাধামে এই তো সমাজ সংস্কৃতির মহারাজ। এই স্বপ্ন দেখি সকাল সাঁঝ
বিশ্ব বাসী খুঁজবে রসদ, ভারতীয় সভ্যতার এই তো প্রবাদ।