কবি: মোঃ আব্দুল রহমান
একটি আছে দস্যি মেয়ে
মুখটি করে ভার,
কাউকে কিছু দেয়না সে
হাতটি বাঁধা তার।
সবার তরে চাই পেতে সে
না পেলে করে কান্না,
নিজে কিছুই চাই না দিতে
ধরে হাজার বায়না।
পাড়ার লোকে ডাকে তারে
ঐ যায় দুষ্ট হিংসুটি,
যেই দেখে সেই হাতটি ধরে
চাই করতে খুনসুটি।
হিংসুটি যায় বেজায় রেখে
গাল ফোলানো মুখে,
আসবি না কেউ আমার পরে
তাকায় ডাগর চোখে।
রাগলে তারে ভীষণ লাগে
করে কেবল ফোঁস,
কিছুই যেন করেনি তবুও
সবাই লাগাই দোষ।
হিংসুটি আজ বেজায় খুশি
পেয়ে সে প্রিয় হার,
সবার দিকে চেয়ে চেয়ে বলে
কে আসবি এবার?