কলকাতা প্রতিনিধি:
নদীয়ার রাণাঘাট ইন্ডোর স্টেডিয়ামে অর্থাৎ স্বাস্থ্যোন্নতি ময়দানে ৮ই নভেম্বর শুরু হয়েছে ষোড়শ রাণাঘাট বইমেলা। চলবে ১৮ই নভেম্বর পর্যন্ত। ১৪ই নভেম্বর, বৃহস্পতিবার ষোড়শ রাণাঘাট বইমেলার সপ্তম দিনে ‘বাংলার মনীষী মঞ্চে’ এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা ৬০ জন কবি কবিতা পাঠ করেন। পৌরহিত্য করেন বইমেলার সভাপতি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায়।
কবিতা পাঠের শেষে বিচারকের চূড়ান্ত সিদ্ধান্তে তাঁদের সবাইকে পিছনে ফেলে সেরার শিরোপা ‘কবি শিরোমণি’ পুরস্কার জিতে নেন দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় থেকে আসা শিক্ষক, সাংবাদিক, প্রাবন্ধিক ও কবি মহম্মদ মফিজুল ইসলাম। বইমেলা কমিটির পক্ষ থেকে তাঁর হাতে সুদৃশ্য ট্রফি, মেডেল ও শংসাপত্র তুলে দেন বিচারক ও রাষ্ট্রপতির হাত পুরস্কার পাওয়া অবসরপ্রাপ্ত জাতীয় শিক্ষক সাধন হালদার মহাশয়।
পুরস্কার পেয়ে মহম্মদ মফিজুল ইসলাম তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন। আমাদের প্রতিনিধিকে তিনি বলেন, “এবারও আমার এই পুরস্কার সমগ্র ভাঙড়বাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আশা করি, বোমা, বন্দুক ও অশান্ত ভাঙড়ের বদনাম ঘোচাতে এই ‘কবি শিরোমণি সম্মান’ ভাঙড়ের হৃত গৌরব ফিরিয়ে আনতে কাজে লাগবে।” তিনি রাণাঘাট বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে বইমেলার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, অতি সম্প্রতি মাত্র এক মাসেরও কম ব্যবধানে কলকাতার সেন্ট্রাল মেট্রো স্টেশন সংলগ্ন বিপ্লবী নন্দিনী গুহ সভাঘরে ‘আন্তর্জাতিক মলাট সাহিত্য পত্রিকা’ গোষ্ঠী কবি মহম্মদ মফিজুল ইসলামকে শিক্ষকতার পাশাপাশি সাহিত্য চর্চা, ক্যালিগ্রাফি ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘একুশ শতকের সেরা বাঙালি অ্যাওয়ার্ড’ প্রদান করেন।
এদিন কবিতা পাঠে অংশ নেন কবি ও ক্ষেত্র গবেষক অচ্যুত প্রামাণিক, কবি আনোয়ার হোসেন, কবি-সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী,স্বপন চক্রবর্তী, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, গোপা রায় চৌধুরী, বাণী বন্দনা সরকার, সুজাউদ্দিন সেখ, সুমিতা পড়য়া, লিটন দাস, সমীর মুখার্জী, বাসুদেব মাল, স্বপন চক্রবর্তী প্রমুখ। আবৃত্তি করেন শিশুশিল্পী সুপর্ণা মন্ডল, আঁখি মন্ডল। মাউথ অর্গান বাজিয়ে সবার হৃদয় জয় করে নেয় শিশু শিল্পী রূপকথা সমাদ্দার। সকল কবি ও শিল্পীকেই মেডেল সার্টিফিকেট দিয়ে সম্মাননা জানানো হয়। এই দিনের অনুষ্ঠানের যৌথ সঞ্চালনে ছিলেন বাচিক শিল্পী সমরেন্দ্রনাথ চৌধুরী ও সুপ্রিয়া ঘোষ। তাঁদের অনবদ্য সঞ্চালনায় অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়।