সংবাদদাতা: ভারত
গত ৯ ফেব্রুয়ারি, ২০২৫ রবিবার কলকাতার শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে মোড়ক উম্মোচন হল সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকা ও লেখনী প্রকাশন আয়োজিত ‘সৃজন ধারা’ সংকলনের সাহিত্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই প্রকাশিত হল কবি দীপক কুমার সৌ মণ্ডলের একক সংকলন ‘দিয়া’। ষাট জন কবির লেখনী দ্বারা সমৃদ্ধ হয়েছে এই সংকলনটি। সৃষ্টিশুধা পত্রিকার প্রতিষ্ঠাতা দীপঙ্কর বর্মন সৃজন ধারা সংকলনটির যুগ্ন সম্পাদক দীনবন্ধু ঘোষ ও মোঃ মুরসালিন হকের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি বেশ সফলতা পায়। প্রজ্জ্বল রায় চৌধুরী, রাখি পাইক সাহ উপস্থিত ছিলেন সাহিত্য গোষ্ঠীটির অন্যান্য এডমিনরাও । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দ্বিভাষিক কবি ইমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলকাতার তরুণ চিত্র পরিচালিকা অর্পিতা কামিল্যা। এছাড়া বিশিষ্ট অতিথি উপস্থিত হিসেবে ছিলেন বলিষ্ঠ লেখক দেবব্রত মাজী। প্রায় অর্ধ শতাধিক কবি সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানটি শুরু চলে বেলা ১১টা থেকে প্রায় বিকেল ৩টা পর্যন্ত। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি দীনবন্ধু ঘোষ । নির্ধারিত ছিল প্রত্যেক লেখকের বলার জন্য ৫মিনিটের একটা নির্ধারিত সময়। সৃজন ধারা সংকলন প্রকাশে সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকার উদ্দেশে ইমদাদুল ইসলামের রচিত থিম সং অনুষ্ঠানে এনে দেয় একটি আলাদা মাত্রা। এই সংকলনে কলম ধরেছেন যে সমস্ত লেখক তারা হলেন দীপঙ্কর বর্মন, ইমদাদুল ইসলাম, মহম্মদ মফিজুল ইসলাম, কাকলি বিশ্বাস, রুজিনা বেগম, অরিজিতা ঘোষ, প্রীতি সরদার, প্রসূন বিশ্বাস , রাজু বৈরাগী, রাফিকফুজ্জামান খান, অসীম মন্ডল , বিমল চন্দ্র পাল, উজ্জ্বল মন্ডল, সমর কুমার বোস, সামিউল ইসলাম, মিতালী বোস, সুশীল বন্দ্যোপাধ্যায়, সর্বেশ্বর মন্ডল, বরুণ চন্দ্র পাল, মাম্পি সরকার, অজয় মুখোপাধ্যায়, নীলাদ্রি রুজ, জয়দেব মাল, গৌতম পাল, রিয়া ভট্টাচার্য্য, সুজিত চৌধুরী, সুবীর কুমার ঘোষ, ডাঃ শ্যামল বৈদ্য, বিমল চন্দ্ৰ পাল, প্রণব শিকদার, সুকুমার পয়রা, সাবিত্রী নন্দী, আব্দুল আসীফ,
পাল সোমা, বিপ্লব মণ্ডল, বিভাস দাস, শান্তি দাস, সুবল চন্দ্র দাস, রূপশ্রী সেনগুপ্ত, প্রদীপ কুমার সৌ মণ্ডল, রিমা মাইতি, সুবীর দাস, গার্গী সরকার, কনিকা সরকার, ইন্দ্রাণী চৌধুরী, ডঃ দেবব্ৰত মাজী, অশোক মণ্ডল, স্মৃতি রেখা ঘোষ, প্রফুল্ল কুমার মণ্ডল, দীনবন্ধু ঘোষ, রাখি পাইক, মোঃ মুরসালিন হক, কামাল হাসান, প্রোজ্জ্বল রায় চৌধুরী, আশিকুল আলম বিশ্বাস, সঞ্জয় বৈরাগ্য, চঞ্চল প্রামাণিক, নূপুর মাহাতো প্রমুখ।