সংবাদদাতা ভারত:
কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থিত প্রখ্যাত কফি হাউসে ৫ই ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার প্রকাশিত হল আলোর সন্ধানে প্রকাশনী থেকে প্রকাশিত কবি কৌশিক গাঙ্গুলীর কাব্যগ্রন্থ "আলো অন্ধকারের কবিতা"। প্রাবন্ধিক কৃষ্ণকলির বেরার প্রবন্ধ গ্রন্থ "সন্দর্ভ" এবং এবং শর্মিলা পাল সম্পাদিত "শরৎসংকারী" পত্রিকা। উক্ত অনুষ্ঠানে "আলোর সন্ধানে" প্রকাশনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কবি নাট্যকার সাইদুর রহমান এবং সরবত আলি মণ্ডল। এছাড়া যাঁরা উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক সাংবাদিক হিসেবে যোগিতা দাস, ডলি মজুমদার রায়, পদ্মা সাহা, পিয়ালী রায় কুণ্ড, শর্মিলা পাল, মায়া সাহা, মলয় বর্ধন এমডি আল্লাহ রক্ষা রিনা পাল দত্ত, স্বপন দাস, দীপক কুমার বণিক, কাজল দত্ত, সৌম্যজিৎ পান্ডা,রিজু রায় সহ আরো অনেক কবি সাহিত্য। সকলকে ব্যাজ মেমেন্ট এবং পত্রিকা দিয়ে সম্মান যাপন করেন। মান্না দের কন্ঠে যদিও শুনেছি "কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই" আমরা তো আজ দেখলাম খুব সুন্দর আড্ডা। কফি হাউসের আড্ডার মধ্য দিয়ে প্রকাশিত হলো উপরিউক্ত গ্রন্থ গুলি।
একই দিনে আন্তর্জাতিক আমার ভারত পত্রিকার পক্ষ থেকে আব্দুল করিম সাহেব কবি সরবত আলি মণ্ডল মহাশয়কে - আন্তর্জাতিক আমার ভারত "কবি রত্ন সম্মান ২০২৪"- হাতে তুলে দেন। তৎসহ উত্তরীয় ও মানপত্র দিয়ে সম্মান জ্ঞাপন করেন।