সংবাদদাতা: ভারত
শিশু দিবসকে মান্যতা দিয়ে নদীয়া জেলার হবিবপুরের একটি প্রত্যন্ত গ্রাম দেবীপুরের গণেশ রেনুকা স্মৃতি ভেলা অঙ্গনে, দেবীপুর শিশু উৎসব কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল "শিশু উৎসব ও কবি সম্মেলন ২০২৪" । এই সুন্দর উৎসবের উদ্যোক্তা কবি ও শিক্ষক অর্জুন কুমার ঘোষ। ১২,১৩ ও ১৪ নভেম্বর ২০২৪ তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের ফিতে কেটে শুভ সূচনা করে তিনজন শিশু শীহান বণিক , আসীমা খাতুন ও রোহান গোমেজ। প্রদীপ প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক তুষার কান্তি মুখোপাধ্যায় , সমাজসেবী কাজল চক্রবর্তী, কবি ও শিক্ষক অর্জুন কুমার ঘোষ, জেনারেশন অ্যাচিভার এর চেয়ারম্যান মানব মুখোপাধ্যায়, কবি ও সাহিত্যিক সুনীল চক্রবর্তী, সঞ্চালক সুবোধ দেবনাথ, সিস্টার রমলা, মুস্তাক আহমেদ, সঞ্জয় বিশ্বাস, অ্যাডভোকেট চন্দ্রনীল চ্যাটার্জী ,চিত্রশিল্পী ও এবিপি আনন্দর সাংবাদিক সুজিত মন্ডল , সাংবাদিক চিন্ময় দত্ত সহ আরো অনেক গুণী ব্যক্তিত্ব। এছাড়াও ১৪ ই নভেম্বর ২০২৪ কবি সম্মেলনের শুভ উদ্বোধনের প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালি বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক আব্দুল করিম ( শিশু সাহিত্যিক), ডক্টর রমাপ্রসাদ রায়, প্রাবন্ধিক শুভেন্দু সুকুল, আন্তর্জাতিক লোকসংগীত শিল্পী সত্য রঞ্জন মন্ডল, কবি সাহিত্যিক সুনীল চক্রবর্তী, হরেন্দ্রনাথ গোস্বামী, দেবপ্রসাদ পাল, কবি গৌরাঙ্গ মজুমদার কবি সৈয়াদা বেগম সাংবাদিক ও সম্পাদক তপন কুমার দত্ত সঞ্চালিকা সুপ্রিয়া ঘোষ সহ আরো অনেক গুণী ব্যক্তিত্ব। তিন দিনের অনুষ্ঠানের বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন ডাক্তার অপূর্ব কুমার রায় (শিশু রোগ বিশেষজ্ঞ), কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রকাশ দেবনাথ, লালবাবা শিশু শিক্ষা আশ্রমের অনিল দেবনাথ, বুদ্ধদেব চক্রবর্তী (অঙ্কন শিল্পী), কবি গৌরাঙ্গকৃষ্ণ দে, কবি দীনেশচন্দ্র হাজারী, সহ বিভিন্ন গুণীজন।শিশু উৎসব ও কবি সম্মেলনের মুক্তমঞ্চে যেন চাঁদের হাট বসে যায়। তিন দিন ধরে শিশুদের জন্য অনুষ্ঠিত হয় বিভিন্ন বিষয়ের শিক্ষামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা। উৎসব মঞ্চ থেকে প্রদান করা হয় শিশু দিবসে ১ooo শিশুর হাতে উপহার। আদর্শ সাহিত্য পত্রিকার সেরা সাহিত্য সম্মান "আদর্শ পুরস্কার"
,আদর্শ সাহিত্য পত্রিকা সম্মাননা, আদর্শ সমাজসেবী সম্মাননা, গণেশ রেনুকা স্মৃতি সম্মাননা, অংশগ্রহণকারী সমস্ত কবিসহ গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় আদর্শ স্মারক সম্মান এছাড়াও সমস্ত প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধিকারী কে স্মারক ও মানপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে সমাজের উন্নতিকল্পে, শিশু বিকাশের লক্ষ্যে দেবীপুর শিশু উৎসব কমিটির এই যে মহতী উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রুতি নাটক,সংগীত ,আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। সবশেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই তিন দিনের মহতি অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।