মতিয়ার রহমান,
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ ভারত থেকে:
পূর্ব বর্ধমান জেলার গুসকরায় রাজর্ষি মজুমদার সম্পাদিত স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয় গত ২ ফেব্রুয়ারি। মা রটন্টীর মেলা বসে এই ফেব্রুয়ারি মাসে মেলায় অন্য সবার সাথে সাহিত্যের জমজমাট অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা। সকাল দশটায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সভার শুরু হয়। কথা কবিতা নাচ ও গানে সমৃদ্ধ অনুষ্ঠানের নির্যাস নিতে দেড় শতাধিক কবি সাহিত্যিক রাজ্যের বিভিন্ন জেলা থেকে উপস্থিত ছিলেন। কবিতা পাঠে অংশ গ্রহণকারী প্রত্যেকের জন্য পত্রিকার পক্ষ থেকে একটি উত্তরীয়,ব্যাজ, মানপত্র তুলে দেয়া হয়। মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও আহেলী সম্পাদক গুরু শরণ ব্যানার্জি,কানন হাঁসদা, চিরন্তন দাস ,সুখ কবি প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক রাজর্ষি মজুমদার। সভায় সভাপতিত্ব করেন তপন চক্রবর্তী।