সংবাদদাতা: ভারত
১৩ই অক্টোবর রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর ব্লকের বালকী-গোবিন্দপুর মুখার্জীমোড়ে অবস্থিত আলোর সন্ধানে পত্রিকার অফিস গৃহে ২৯তম সংখ্যা প্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত হল সাহিত্য আড্ডা। সভাপতিত্ব করেন বিশিষ্ট উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গল্পকার সাইদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহর আলি মণ্ডল, প্রনব রায়। উপস্থিত অতিথিদের ব্যাজ ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। সকলেই আলোর সন্ধানে পত্রিকার গঠনমূলক আলোচনায় অংশ গ্রহণ করেন। প্রকাশিত হয় আলোর সন্ধানে মাসিক পত্রিকার ২৯তম সংখ্যা বিশিষ্ট কবি সাহিত্যিকদের হাতে। এ সংখ্যায় বিশিষ্ট কবিদের লেখা নিয়ে শারদোৎসব উপলক্ষে সমৃদ্ধ কবিতা সমুহ প্রকাশিত হয়। সম্পাদক আনারুল হক সাহেব ঘোষণা করেন আগামী ১৯শে জানুয়ারি নববর্ষ সংখ্যা প্রকাশিত হবে বালকী হাই স্কুল ফুটবল ময়দানে অবস্থিত আলোক ধারা মুক্ত মঞ্চে। অনুষ্ঠানে ইভানা মণ্ডল কবিতা সিংহের "আমি সেই মেয়ে" কবিতাটি আবৃত্তি করেন। স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন সহসম্পাদক সরবত আলি মণ্ডল, সম্পাদক আনারুল হক, সহসভাপতি মাকফুর রহমান, সাইদুর রহমান, মোঃ রেজাউল মণ্ডল, রাজেশ সরকার, নুরুল হক মণ্ডল, ফিরোজা খাতুন, জাকির হোসেন মণ্ডল। গল্প পাঠ করেন উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মাকফুর রহমান সাহেব।