সংবাদদাতা ভারত:
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বালকী গোবিন্দপুর মুখার্জি মোড়ে অবস্থিত আলোর সন্ধানে পত্রিকার অফিস গৃহে সংস্থার মুখপত্র ৩য় বর্ষ ৭ম সংখ্যা প্রকাশিত হল ৯ইডিসেম্বর রবিবার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মুছা হক সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপূর্ব চট্টোপাধ্যায় মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাফফর দফাদার, অপূর্ব কুমার মন্ডল। অতিথিবৃন্দের ব্যাচ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। আলোর সন্ধানে পত্রিকার তৃতীয় বর্ষের সপ্তম সংখ্যা আজকের এই অনুষ্ঠানের প্রকাশিত হয়। উপস্থিত সকল কবি সাহিত্যিক তাদের স্বরচিত কবিতা পাঠ করেন সরবত আলী মন্ডল, আখের আলী সাহেব স্বরচিত শ্রুতি নাটক – কসমেটিক পাঠ করেন।মাকফুর রহমান, মুছা হক, মোজাফফর দফাদার, অপূর্ব চট্টোপাধ্যায়, রাজেশ সরকার, অপূর্ব কুমার মন্ডল ফিরোজা খাতুন, সাইদুর রহমান, আনারুল হক, কুন্তল সরকার, ইভানা মন্ডল – শুভ দাশগুপ্তের সার্থক জনম আবৃত্তি করতে। তুহিনা হকের কন্ঠে উদ্বোধনী সংগীত পরিবেশিত হয় “ধনধান্যে পুষ্পে ভরা”। সমাপ্তি সংগীত পরিবেশন করেন তুহিন হক। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাকফুর রহমান।
উপস্থিত অতিথি বৃন্দ আগামী ১৯ শে জানুয়ারি ২০২৫ আলোর সন্ধানে নববর্ষ উৎসব পালিত হবে। সেই নিয়ে আলোচনা করেন।