সংবাদদাতা কলকাতা থেকে:
সৃষ্টির সমগ্র - পৃথিবী ও মহাবিশ্বের ইতিহাস জেনে ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে অগ্রসর হতে হবে।
বিশ্বের ইতিহাস -ঐতিহ্য, সাহিত্য- সংস্কৃতি, ভাষাসাহিত্য, ধর্ম - সভ্যতা, আবিস্কার - বিজ্ঞান, দেশ - দেশে মানুষ - মনীষী, প্রাচীন ও আধুনিক ইতিহাস বিষয়ক বিশেষ গ্রন্থ বিশ্ব ইতিহাস পরিক্রমা। বিশিষ্ট ইতিহাসবেত্তা, লেখক - গবেষক, সংগ্রাহক সোহেল মো. ফখরুদ-দীনের রচনা ও সম্পাদনায় এটি প্রকাশিত হয়েছে বুক মিউজিয়াম ঢাকা থেকে। প্রধান সম্পাদক ইতিহাসবিশারদ আজিজুল হক। ২০৬৪ পৃষ্ঠার বইটি প্রকাশিত হয়েছে অক্টোবর ২০২৪ খ্রীস্টাব্দে। গতকাল দুপুরে পশ্চিমবঙ্গের লাব্বাইক মিশন সভাগৃহে বিশ্ব ইতিহাস পরিক্রমা গ্রন্থের প্রকাশনা উৎসবে সভাপতি করেন আন্তর্জাতিক খ্যাতিমান লেখক গবেষক, শায়খুল হাদিস আল্লামা ড. আবদুল হামীদ কাসেমী। উৎসবের শুরুতে গ্রন্থের সম্পাদক সোহেল মো. ফখরুদ-দীন ও প্রধান সম্পাদক ইতিহাসবিশারদ আজিজুল হক স্বাগত বক্তব্য রাখেন। আলোচনায় অংশগ্রহণ করেন, বহু গ্রন্থ প্রণেতা মাওলানা ইলিয়াস মল্লিক, প্রবীন শিক্ষাবিদ
আলহাজ্ব হাসান ইমাম, বিশিষ্ট সাহিত্যিক কবি সেখ রবিয়েল হক, শিক্ষাবিদ আলহাজ্ব শাজাহান বিশ্বাস , ভারতের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত কবি ও শিক্ষাবিদ নূরনবী জমাদার, কবি আলহাজ্ব শাহজাহান লস্কর,
কবি রাধেশ্যাম ঘোষ, কবি ও সমাজসেবী শেখ বাউজুল হোসেন, শিক্ষানুরাগী ও সমাজসেবী
মাওলানা আনোয়ার হুসাইন কাসেমী, শিক্ষাবিদ ও সমাজসেবী মাস্টার আবুল হোসাইন, সাহিত্যিক ইনসুর আলি, শিক্ষাব্রতী শেখ জানে আলম, সমাজসেবী
শিক্ষা ব্রতী আব্দুল গাফফার ,ঔপন্যাসিক কবি মুসা আলি, শিক্ষাবিদ কবি আব্দুল আলিম, শিক্ষাব্রতী
সাবির আলি মোল্লা, শিক্ষাব্রতী হাসানুজ্জামান ঢালী, কবি সাংবাদিক জাইদুল হক, প্রধান শিক্ষক সাবানা খাতুন,শিক্ষক শরীফুল ইসলাম, মোছাম্মদ তাজজালি খাতুন,কথাসাহিত্যিক ও কবি আসিয়া বেহম, কবি শরীফা দেওয়ান,মাসুদা বেগম,মনিষী মজুমদার,কনক হালদার প্রমুখ। প্রকাশনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেছেন, সৃষ্টির সমগ্র পৃথিবী ও মহাবিশ্বের কল ইতিহাস জেনে, শুনে, গবেষনা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সামনে দিকে এগিয়ে যেতে হবে। সেই কারনে বই পাঠ ও গবেষণার বিকল্প অন্য কিছু নাই। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সব কিছু আদিকাল থেকে লেখক গবেষক ও পরিব্রাজক বিভিন্ন প্রদ্ধতি অনুসরণ করে, বর্ণ আবিস্কারের মাধ্যমে লিখে এসেছেন। লেখক গবেষক, ইতিহাস সংগ্রাহক সমাজ ও দেশে বই রচনার মাধ্যমে ইতিহাসের সঙ্গীহয়ে আছেন। উৎসবে বক্তারা গ্রন্থের সম্পাদক, ইতিহাসবিদ সোহেল ফখরুদ-দীনের এই সাহসীকতার পদক্ষেপ, সময় উপযোগী উল্লেখ করে তাঁকে সাধুবাদ জানান। যখন পৃথিবীর মানুষ আধুনিকতার নামে ছাঁপানো কাগজের বই পড়তে অনীহা তখন ই গবেষক সোহেল ফখরুদ-দীন ২০৬৪ পৃষ্ঠার বিশাল ইতিহাসের অমুল্য সম্পদ বাজারে নিয়ে এসেছেন। গ্রন্থটিতে স্রষ্টার পৃথিবীতে ২০৬ দেশ ।১৯৩ টি দেশ জাতি সংঘের সদস্য ভুক্ত। পৃথিবীর ৭ টি মহাদেশ,৫ টি মহাসাগর,২৭ টি সাগর। তিন ভাগ পানি,এক ভাগ স্থল। ২০২৪ সালে পৃথিবীতে ৮০১ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ১৮৯ জন মানুষ আছে। পৃথিবীতে ভাষার সংখ্যা ৭০৯৯ টি। জন সংখ্যার দিক দিয়ে আমাদের মাতৃভাষা বাংলা চতুর্থ বৃহৎ ভাষা। প্রকাশিত " বিশ্ব ইতিহাস পরিক্রমা ২০২৪ " গ্রন্থটিতে বাংলা ভাষায় রচিত। গ্রন্থটিতে সাতটি মহাদেশীয় গুরুত্বপূর্ণ প্রাচীন ইতিহাস ঐতিহ্য, রাজনীতি উঠে এসেছে। এই দুনিয়ার হাজারো ইতিহাস মানুষের অজানা এখনো। আমাদের নতুন প্রজন্মকে ইতিহাসে উৎসাহ জানানোর জন্য এই আয়োজন বলে লেখক জানান। পৃথিবী শুরু থেকে আজকের আধুনিক সময় অতিবাহিত করছি আমরা, সবকিছুর সংক্ষিপ্ত বর্ননা এ গ্রন্থে আছে। পৃথিবীতে ক্ষমতাবান ১০০ জন রাষ্ট্র নায়ক এর জীবনী, ৫০০ জনের অধিক বিজ্ঞানী, আবিষ্কারকের জীবনী, ৫০ অধিক ধর্মবেত্তার জীবন,পৃথিবীতে যুগে যুগে স্বাধীনতা, দেশ মহাদেশ, সাগর মহাসাগর সমুদ্র, পাহাড় পর্ববত, মরুভূমির ইতিহাস। কালজয়ী শিক্ষাবিদ, কলেজ বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার কথা, সর্বপরি মানুষ মনীষীর অবদান রাখা ব্যক্তির জীবন কর্ম সহ ৫০০ শতাধিক বিষয়ের উপরে লেখিত গ্রন্থটি ২ হাজার ৬৪ পৃষ্ঠার সাদা কালো মুদ্রিত।