মতিয়ার রহমান, বীরভূম ভারত থেকে:
গতকাল ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের বিকেলে শিল্পা আর্ট স্কুলের এক বর্ণাঢ্য অনুষ্ঠান হয়ে গেল বীরভূম জেলার মুরারইয়ের কুমাডোল গ্রামে। মাঘের শীত বাঘের গায়ে এখনও কামড় বসাতে পারেনি সেভাবে। কনকনে শীতের কাঁপন নেই। মানুষ উৎসব আনন্দে আত্মহারা। ঠিক তখনই শিল্পা আর্ট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
"জনগণ মন অধিনায়ক --" জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন । সিদ্ধেশ্বর চক্রবর্তীর গান দিয়ে সভার শুরু। কথা কবিতা গান ও নাচের মধ্য দিয়ে অনুষ্ঠান মালা সাজানো গোছানো পরিপাটি।তার মাঝে একগুচ্ছ পুরস্কার প্রদান। অঙ্কন শিল্পে নানান ধরনের পুরস্কার প্রদান করে থাকেন শিল্পা আর্ট স্কুলের প্রধান শিক্ষক অনিরূদ্ধ ফুলমালী। প্রত্যন্ত গ্রাম এলাকায় বাস করেও শিল্প ও শিল্পীর জন্য এমন একটি সুন্দর সৃজনশীল মানুষ! ভাবাই যায় না!তাঁর ও তাঁর ছাত্র ছাত্রীদের আঁকা আকর্ষণীয় ছবি দিয়ে সুসজ্জিত শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয় মূল মঞ্চের বাইরে। এই শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও মুরারই ১ নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দোস্ত মহম্মদ, মুরারই সমাজ কল্যাণ সোসাইটির সম্পাদক সেমিম আলম, সভাপতি আশরাফ আলী, কবিগুরু কলেজ অব এডুকেশনের ডিরেক্টর মেহেদী হাসান, নন্দীগ্রাম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাপশা, সাহিত্যিক ধ্বজাধারী দত্ত, সমাজকর্মী মহম্মদ নাসিরউদ্দিন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুরারই কেন্দ্রের সম্পাদক জিন্নাত আলী, সঙ্গীত শিল্পী মনোজ মাল প্রমুখ।
আঁকার ছাত্র --ছাত্রী, অভিভাবক অভিভাবিকাদের উজ্জ্বল উপস্থিতি ছিল নজর কাড়া।
সভায় শিল্পা আর্ট স্কুলের পক্ষে অতিথিদের কপালে চন্দনের ফোঁটা, বুকে ব্যাজ ও ডায়েরি দিয়ে বরণ করে নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন অমিয় মন্ডল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অণুগল্পকার ও ভ্রামণিক মতিয়ার রহমান।