হয়তো বা তুমিও
==========
মেঘের এক চিলতে কোণে হঠাৎ দেখা দিয়েছিলে।
বিদ্যুতের অবিরাম ঝলকানিতে ছুঁতে পারি নি।
তবে অপেক্ষায় ছিলাম।
যদি বৃষ্টি হয়ে নেমে আসো।
কিন্তু সেটিও হলো না।
মরুভূমি বুকে এক পশলা বৃষ্টির সে কি আকুল আবেদন!
হঠাৎ ঝাপসা দেখি চারিদিক।
আসলে ছটফটে দিন টা কখন যে সন্ধ্যার সাথে মিলিত হয়েছে _ তা গোধূলী ছাড়া কেউ জানে না।
হয় তো বা তুমিও।
=============
পরাজিত
অপ্রকাশিত ব্যাথা গুলো জমে জমে পাহাড় তৈরি করেছে।
নড়বড়ে হৃদয়ে।
হয়তো কোন একদিন লাভা রূপে বেরিয়ে আসবে।
অভিমানের স্রোতে।
আবেগের চোরাবালিতে তবুও দেখি মরুদ্যান।
খেলা-ই তো করি!
মন নিয়ে- মন দিয়ে।
না হয়,আরো একবার পরাজিত হবো!