কলমে -কমলেশ হালদার
জানি না মোরা আছি কোথায় উপসনায় নাকি প্রহসনে,
বিবেক বুদ্ধি দিয়ে বিচার করো এর উত্তর আছে ঠিকই মনে।
তুমি সাধারণ জনগণ নাকি প্রতীবাদীর নিশান চিহ্ন,
ধর্মের নামে প্রহসনে মেতে মানুষ হচ্ছে প্রতিনিয়ত ছিন্নভিন্ন।
নিজেকে আজও চিনতে পেরেছেন কি?
তুমিই পরমাত্মার শ্রেষ্ঠ বিচারক
অমানুষ রুপে হচ্ছো কেন জীর্ণ!
সমস্ত ঐশ্বরিয় শক্তি তোমাতেই বিলীন মান,
তুমিই শক্তির আধার তবে কিসের ভয়ে স্তম্ভিত কম্পিত শীর্ণ।
তুমি নিজেকে হারিয়ে ফেলেছো কেন প্রবল জনস্রোতে?
অসীম শক্তি তোমার মাঝেই সামিল হও সৃষ্টির ব্রতে।
সহস্রাধিক মানুষ নিমজ্জিত ঘোর অন্ধকারে,
তা তোমাকে ব্যাথাতুর নাকি উল্লাসিত করে ?
সত্য মিথ্যার যাচাই না করে মানব পথভ্রষ্ট হচ্ছে কালে কালে।
পোড়া রুটিতে ক্ষুধা নিবারণ অবিশ্বাস্য স্বপন গড়ে,
এই নিয়ে চলছে মানুষ জানি না কিসের মোড়ে!
বিশ্বাস আর বিশ্বাসহীনতায় ভুগছে মানুষ,
এই চিন্ময়ী আত্মার চিরশান্তি কোথায় জানি না কিসের বরে।
পথ হেঁটেছি মনের ভাবে সুদূর অচিন্ত ধামে।
উপহাসে নয় উপমায় গীতিকার,
এই অনিত্য জগৎ চলছে তোমার গুনী বানে।
তুমি কি ভুলে গেলে
তুমি কারো নও,
শ্রষ্ঠার সৃষ্টি জগৎ জনে।
এই একলা পৃথিবীতে
কেউ কারও নয়,
মায়া মোহের ধরাধামে।
কেউ অট্টহাসি হেসে বলবে সবি আমার,
শুধু আমিত্বের জনস্রোতে।