শ্রমিকের মূল্য দাও
শ্রমিক ভাইয়ের কর্মের ফলে
চলছে আমার এই দেশ,
তাদের শ্রমের বিনিময়ে
সুখে আছ যে বেশ।
কৃষক জেলে কামার কুমার
রাজ মিস্ত্রি আছে যতো,
পরিশ্রম যে করছে তারা
রাত দিন অবিরত।
মাথার-ই ঘাম পায়ে ফেলে
কর্ম করে যারা,
শতো আঘাত পেয়ে কভু
পিছপা হয় না তারা।
তবুও কেন শ্রমিক ভাইরা
পায় না শ্রমের মূল্য,
অবহেলা করে তাদের
করছ খুব তাচ্ছিল্য।
মা বাবা রহমতের ছোঁয়া
বাবা আমার জীবন চলায়
পথ দেখানো আলো,
মা যে আমার মনের কাবা
বাসি অনেক ভালো।
বাবার মুখের মিষ্টি শাসন
ছুঁই যে আমার এই মন,
ভালো হবার অঙ্গীকারে
করি আমি যে পণ।
বাবা মাকে কষ্ট দিলে
আল্লাহ নারাজ হবে,
রোজ হাশরে কঠিন দিনে
শাস্তি তুমি পাবে।
মা-বাবা এই দুনিয়াতে
রহমতেরই ছোয়া,
জীবন তোমার ধন্য হবে
করে যদি দোয়া।