কলমেঃ জাসমিনা খাতুন
রাতকে কুর্নিশ জানিয়ে বালিশে মাথা রেখে আঁধারকে দূরে সরালাম।
নিয়ন্ত্রণকে দমিয়ে সমস্ত ভালোলাগা উপেক্ষা করে খাতা-কলমে পরিস্থিতি আঁকতে শুরু করলাম।
পরিবার-পরিজন, আত্মীয়-অনাত্মীয়—সবাই দিব্যি ঘুমাচ্ছে,
আমি শুধু আমার প্রবণতা, আমার অনুভব, আত্মচিৎকার,
আমার দহন—
সমস্ত শৃঙ্খলিত ইচ্ছাকে সাদা পায়রা বানিয়ে
দূর আকাশে উড়িয়ে দিলাম।
কি ফুরফুরে না লাগছে!
এর আগেও অনেক রাত জেগেছি,
কিন্তু আজকের রাত জাগায় শুভ্র এক পায়রা উড়তে দেখলাম।
পুরনো বীজ ভেঙে নতুন এক চারাগাছ জন্ম নিতে দেখলাম।
আদরের ছলে পরিয়ে দেওয়া শিকল ভারী লেগেছে।
শিকল কেটে আমি উঠছি, দূর আকাশে উড়ছি।
আমি চাই আরো দূরে যেতে,
যেখানে গেলে আর ফিরে আসা যায় না।
স্বাধীনতার এমনই এক বিস্তৃতি প্রয়োজন,
যেখানে শৃঙ্খল পরিয়েও স্বাধীনতা অনুভব হয়।
কিন্তু সেই স্বাধীনতা কি আদম শরীরে আছে?
না, কোনো দিন ছিল না।
আদম শরীরে আছে মায়া, মমতা,
আর আছে ষড়রিপুর শৃঙ্খলিত আলিঙ্গন।