আসাদ আলী, কলকাতা প্রতিনিধি:
বেলঘরিয়ার প্যারীমোহন লাইব্রেরী তে গত ২৬ শে জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল তিনটে থেকে সংস্কৃতি বার্তার উদ্যোগে এবং সম্পাদক স্বপন চক্রবর্তীর দক্ষ সঞ্চালনা ও টুম্পা দে দাস ও সুস্মিতা জানা চক্রবর্তীর সহযোগিতায় কবিতা পাঠ গান আলোচনায় অসাধারণ একটি সন্ধ্যা উপহার পেল বেলঘরিয়া। এই প্রতিবেদক আসাদ আলী র সম্প্রীতির উপরে একটি ফোক সংগীত দিয়ে সভার সূচনা। তারপর অতিথি বরণ ও সংবর্ধনা। অতিথি ছিলেন- বর্ষীয়ান শিক্ষাবিদ ও কবি সাহিত্যিক বিমলেন্দু মজুমদার, ডাঃ পার্থ জিৎ গঙ্গোপাধ্যায়, ডাঃ অশোক কুমার মিশ্র, ন্যাশনাল সংগীত একাডেমী অ্যাওয়ার্ড পাওয়া লোকসংগীত শিল্পী ডাক্তার স্বপন কুমার মুখোপাধ্যায়, কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, কবি সাহিত্যিক সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী, বাচিক ও সংগীত শিল্পী প্রদীপ সরকার, গীতিকার পরাশর বন্দ্যোপাধ্যায় প্রমূখ। অতিথি ও গুণীজনদের ব্যাচ উত্তরীয় ফুলের স্তবক মেমেন্টো ও পত্রিকা দিয়ে বরণ ও সম্বর্ধনা জানানো হয়। সম্পাদক স্বপন চক্রবর্তীর স্বাগত ভাষণ। তারপর গোপা চক্রবর্তীর প্রতিকৃতিতে মাল্যদান। সমস্ত অতিথি একসাথে সংস্কৃতি বার্তার উৎসব সংখ্যা প্রকাশ করেন। গান করেন সুস্মিতা জানা চক্রবর্তী। অতিথিদের বক্তব্যের মাঝে মাঝে কবিতা ও গান। ২৬ শে জানুয়ারি এই বিশেষ দিনে অতিথি অশোক কুমার মিশ্র মহাশয়ের বক্তব্যে সংবিধান রক্ষা ও পারস্পরিক সমন্বয় সাধনের কথা যেমন তাৎপর্যপূর্ণ তেমনি সায়ন্তনী দত্তের আবৃত্তির ফাঁকে ফাঁকে আমরা যেন আর কাটাকাটি ভাগাভাগি না করি এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষত দেশের এই দুর্দিনে। ছড়া পাঠে ছিলেন- সুলেখা বিশ্বাস, অনুরাগ বাগ, প্রদীপ রঞ্জন দাস, অজয় বিশ্বাস, রবিন কুমার দাস, দেবীস্মিতা দেব প্রমূখ। কবিতায় মানিক দাক্ষিণ, মিলি দাস, গৌতম দত্ত, স্বপন কুমার বিজলী, প্রশান্ত দত্ত প্রমুখ। বর্ষিয়ান শিল্পী ছবি সেনগুপ্ত নিয়োগী মোহিনী চৌধুরীর লেখা স্বর্ণযুগের গান গেয়ে দর্শক-শ্রোতাকে একেবারে মুগ্ধ করে দেন।