কলমে: মোঃ হাসিদ মোমিন
অপারেশনের থিয়েটার, আমার কর্মস্থল এই,
জীবনের ছোঁয়ায় নীরবতা ভাঙি, তবু নীরবই রই।
চিকিৎসার যুদ্ধে দাঁড়িয়ে আছি আমি,
রোগীর প্রতিটি শ্বাসে বাঁধা আমার স্বপ্নের গাঁথা জমি।
চাকু-কাঁচির শব্দে যেন বাজে জীবনের গান,
সার্জনের হাতের নিচে, নিঃশব্দে চলে প্রাণের মান।
রক্তের প্রবাহে দেখি, জীবন ও মৃত্যুর খেলা,
আমার কাজ শুধু ভেতরে থাকা তীব্র দায়িত্বের মেলা।
আমি আছি পর্দার আড়ালে, তবু গুরুত্ব অপরিসীম,
কষ্ট-সুখের মিশ্রণে তৈরি আমার কাজের ভাস্কর্য প্রতিম।
রোগীর মুখের হাসি, যখন ফিরে আসে সুস্থতায়,
তখনই বুঝি, এই হলো আমার মেধা আর মনের জয়।
অপারেশন থিয়েটার, তুমিই আমার সহচর,
এই জীবনের পথে, তুমিই আমার প্রহর।
প্রতিটি অস্ত্র, প্রতিটি যন্ত্রে গেঁথেছি ভালোবাসা,
আমি OT টেকনোলজিস্ট, কাজই আমার পরিচয়ের ভাষা।