কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
কষ্ট সেতো দূঃখ ঝরা শ্রাবণ
ইচ্ছে অনিচ্ছায় তাকে করতে হয় গ্রহন!
আকাশ ভরা দূঃখ যখন জমে কারো বুকে
দূঃখ দেয়া জন তখন ঘুমায় হয়তো সুখে!
দারিদ্রতা অন্ন বস্ত্রের দূঃখ যায় সয়ে
ভালবেসে ব্যর্থ হলে, দুঃখ স্রোত হৃদয় যায় বয়ে!
বুকটা তখন ভেঙ্গে যায় সে জনের অবহেলা
সে কষ্ট এমন ই কষ্ট যায়না কাউকে বলা!
আমার বুকে আঘাত হেনে সব কষ্ট ঢেলে
অজানা আগন্তুক নিয়ে কোথায় চলে গেলে?
ভালো থেকো যেথায় থাকো এই কামনা করি
কবরে ফুল দিও নাগো, আগে যদি মরি!