কলমে: এম এ লতিফ
তুই কি আমার বালিকা বধূ
স্বপ্নে দেখা সেই রাজকন্যা,
মেহেদী রঙে ছেয়ে গেছে হাত দুটো তোর,
যাবি কি তুই পরের ঘরে
নতুন শাড়ী বেনারসি পরে,
"ও" বালিকা, বলনা আমায় বলনা!
তুই কি আমার পল্লী গাঁয়ের সেই বালিকা
মিষ্টি হাসির মিষ্টি মেয়ে,
ঝরছে জল আজকে তোর দুচোখ বেয়ে,
কতো সুন্দর লাগছে তোকে
হবিরে তুই বালিকা বধূ,
নতুন সাজে দেখছি তোকে
এই পৃথিবী আজকে তোর নতুন আলোর জোছনা,
"ও" বালিকা পড়ছে মনে খুব করে আজ
যাসনে চলে আমায় ফেলে
আমি যে তোর ভালোবাসার ঠিকানা!
তুই কি আমার বালিকা বধূ
নতুন আশার স্পর্শ সুখের আঙিনা,
তোর ছোঁয়াতে পাবো যে সুখ
শত আঘাত শত ব্যাথা পেয়েও তোকে
আগলে রাখবো এই বুকে
"ও" বালিকা মিষ্টি মেয়ে,
তুই যে আমার সারাজীবনের সাধনা
তোর বুকে আমি ঘুমিয়ে রবো
আর তো কিছু চাই না!