কলমে: ইঞ্জিঃ সিরাজুল ইসলাম।
======================
চলে এসো এই বাংআলায়
কবি আছে তব অপেক্ষায়,
কর্ম বিহীন সাতার কাটবো দু’জনায়
হয় পদ্মায় না হয় যমুনায়!
যমুনার কুলকুল ধ্বনি তে আছে তাজমহল প্রবাহিত জল,
প্রেমের আজীবনের অবিশ্বরনীয় পলি পড়া যমুনার তল!
ডুব সাঁতারে তল খুঁজে আনবো দু’জন চিক চিক বালুকা রাশি
কূলে উঠে উদাম দেহে মাখবো বালু হাসি-হাসি !
এসো না হে দয়িত, বিউটি কুইন, দীণা, মিনা, ঝর্ণা, রুণা, সোনা রায় —
কবি আছে তব লাগি, অধীর অপেক্ষায়,
সারা যামিনী কাটে, তব ভাবনায়,
তবু নিশি নাহি পোহায়!