কলমে: ইঞ্জিঃ সিরাজুল ইসলাম
জিজ্ঞেস করলে না মোর
কেন চোখে এত জল,
অথৈ সমুদ্রের অশ্রু জলের প্রবাহ
বালুকা কেটে যুগে যুগে --
গভীর করেছে কেহ, তার তল!
জিজ্ঞেসি নি কেহ কোন দিন, কেন তার ক্রন্দন
যা চলেছে জন্ম থেকে তার অবিরাম!
নাই কেউ, কেহ, কোথাও, আপন
বেঁচে থাকার দেখায় রঙিন স্বপন!
অর্ণব কূলে বসবাস তাই অশ্রু স্রোত বহে
দুকূল ভাঙে ঢেউ তার জিজ্ঞেসে না কেহ!
নয়ন বারি সাথী আমার পলি জমা বুক
স্রোতের শেওলা হ'য়ে বাঁচি, এতে খুঁজি সুখ!