কলমেঃ রওশন রোজী
হিমাদ্রি আসবে তুমি নীল সাগর পাড়ি দিয়ে
দাঁড়িয়ে থাকবো একগুচ্ছ রজনীগন্ধা হাতে
নীল সাগরের তীরে অপেক্ষায়
খোঁপায় বেলীফুলের মালা
পড়নে থাকবে তোমার পছন্দের লালপাড় সাদা শাড়ি।
গোলাপ,বেলী,জুঁই,বকুল,গাঁদা যত রকম ফুল
সাজাবো তোমার ঘর
চারিদিকে ছড়িয়ে পড়বে সুবাস
কুড়াবো শামুক,ঝিনুক,
গাঁথবো মালা তোমার তরে।
এক ঝুড়ি কথার মালা রেখে দিব
বলবো কানে কানে
হিমাদ্রি তুমি কিন্তু হাতটি
ধরবে শক্ত করে
কখনো যেন পড়ে না যাই নীল সাগরের জলে।
দু,জনে মিলে উড়াবো ঘুড়ি
লাল,নীল, হলুদ,সবুজ কত রঙের
লাটাই টা থাকবে তোমার হাতে
হিমাদ্রি আসবে? আঁকা-বাকা মেঠো পথ ধরে
হাঁটবো দু,জনে।
সবাই তাকিয়ে দেখবে তোমায়
হাসি যেন আর থামবেই না
হাসিতেও সূর্য্যের আলো ও উঠবে হেসে।
পাখি গুলো গান শোনাবে
প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় ভরে যাবে মন
নক্ষত্রগুলোর আনাগোনা বেড়ে যাবে
নীল আকাশটা নীলাভ ছড়িয়ে করবে আলিঙ্গন
এ দ,টি চোখ অপেক্ষায় থাকবে নীল সাগরের তীরে।