তুমি আমার গাওয়া প্রথম গান,
তুমি আমার লুকোনো সব অভিমান!
তুমি আমার রাতজাগা ভোর,
তুমি আমার ক্লান্ত অলস দুপুর!
তুমি আমার নিঝুম রাতের আধার,
তুমি আমার সমুদ্রের বয়ে চলা জোয়ার!
তুমি আমার করা প্রথম ভুল,
তুমি আমার দুঃখের পরম কূল!
তুমি আমার মৃত্যু-রেখা,
তুমি আমার জীবনের অভিশপ্ত কাজলরেখা!
তুমি আমার হৃদয়ের সেই অস্থিরতা,
তুমি আমার সমাপ্ত গল্পের অসমাপ্ত কবিতা।