অনুতাপ=
কাঁদি নিশি রাতে, খুঁজি তব প্রাতে
কোথা তুমি মহিয়ান!
হৃদ দিনু সঁপি, অন্তরে যপি
তব নামে গাহি গান।
করে গেনু ভুল, কোথাতে মাশুল
চোখে নাহি দেখি পথ,
করে গেছি লোভ মনে আসে ক্ষোভ
ভবে উঁচু নিচু রথ।
অন্তর কাঁদে, পড়ে গেছি ফাঁদে
জীবনেতে নামে হার!
আজ প্রভু ডরি, হৃদয়েতে স্মরি
তুমি মোরে করো পার।
আছে মনে আশা, দিবো ভালোবাসা
তোমার আশিস পাবো,
যতদিন বাঁচি তোমা প্রেম যাচি
হৃদয়ে স্মরিয়া যাবো।
এই নভতলে, পাখি ফুলদলে
মানব জিনেরা যত,
স্মরে তব নামে এই ধরাধামে
করে সবে মাথা নত।
আমি বড় পাপী, দাও মোরে মাফি
মুছে দাও অভিশাপ!
জগতের স্বামী, অন্তর্যামী
শুনো মোর অনুতাপ!
ন্যায় বিচারক=
পাপীর পাপ লঘু হলেও
সাজা দিবেন প্রভু,
গুরু দণ্ড মহাকান্ড
যেমন হোক তবু।
সমাজ মাঝে কলম খোঁচা
দিয়ে পুকুর চুরি,
তাহার কেবা করে বিচার
অন্যায় যে ভুরি।
ছাগল ঘটি বাসন পাটি
করছে ছোট পাপী,
পুকুর চুরি বাহবা মিলে
লঘুর পাপ মাপি।
এই সমাজে আছেন মোজে
যাদের পথ বাঁকা,
সোজা পথের পথিক যারা
জীবনটা যে ফাঁকা!
মনে রাখবে ন্যায় বিচার
করেন মহা সাঁই,
ক্ষুদ্র বড় পাপ তাপের
নিবে বিচার ভাই!