কলমেঃ তুষার আহমেদ
আজও অপেক্ষায় থাকি
বার বার কানে শুনতে পাই শহরের কান্নার শব্দ
কি করে মনকে বুঝাবো,কোথায় খুঁজবো?
তুমি নেই এই শহরে।
তুমি ছিলে শহরের বুকে সদ্য ফোটা গোলাপের পাপড়ি হয়ে
তোমার দুরন্তপনা হাঁটাহাটি,দুষ্টমিতে ভরা মুখ
বাতাসে ভেসে আসে হাসিরশব্দ।
রান্না ঘরে হাতের ছোঁয়া লেগে আছে এখনো।
কথার মালা আজও কানে প্রতিধ্বনিত হয়
বাড়ির উঠোনে ছিল সার্বক্ষণিক বিচরণ।
ব্যালকনিতে ফুলের টবের ফুলগুলো চেয়ে থাকে অপেক্ষায়
সমুদ্রের ঢেউ, তীরে দাঁড়িয়ে সূর্যোস্ত দেখা হাতছানিতে
ডাকে তোমায়।
রাস্তার প্রতিটা ইট, পাথর তোমার কথা বলে
ভাবিনি কখনো এই শহর ছেড়ে যাবে তুমি বহু দুরে।
তোমার বিচরণ আমার স্মৃতির মনিকোঠায়
রক্তের সাথে মিশে আছো।
এখনো দাঁড়িয়ে থাকি রাস্তা মোড়ে আসবে বলে?
জানি আসবে না কখনো?
হৃদয়ের ভালোবাসাকে আলিঙ্গন করতে
তবুও অপেক্ষায় থাকি।