কলমেঃ রোজিনা খাতুন
==============
মেনে নিতে খুব কষ্ট হয় কিভাবে মানুষ বদলে যায়।
আজও ভীষণ ভাবে মনে পড়ে,
ফেলে আসা অতীত সারাক্ষণ তাড়া করে।
খুব মিস করি আগের সময়......
আমাকে নিয়েও কেউ একজন রাত জেগে চিঠি লিখতো।
আমার বিরহে তার নয়ন ভাসতো।
একটা সময় ছিলো ......
আমাকে একটা নজর দেখার জন্য কেউ ছটফট করতো।
আমার পাগলামি গুলো হাসি মুখেই মেনে নিতো।
এমন একটা সময় ছিলো.........
কেউ একজন আমাকে হারিয়ে নিরবে ছন্নছাড়া জীবন মেনে নিয়েছে।
সুন্দর পরিপাটি গোছানো জীবনটা ডুবিয়েছে নেশার জগতে।
আমাকে এতো ভালবাসার পরেও একবারো সে কখনই বলতে পারিনি তুমি আমার,একান্তই আমার। আর কারো দাবি নেই।
অবাক হয়ে শুধু ভাবতাম আর কাঁদতাম।কোনদিন একবারের জন্যও বলতে পারিনি সে আমাকে নিয়েই ঘর বাঁধতে চাই।
তাকে পেলে জীবন পূর্ণতা খুঁজে পেতো।ডায়রির শেষ পাতায় লেখা হতোনা ভুলিনি তোমায়।শেষ নিঃশ্বাস পর্যন্ত খোলা আকাশের নিচে তার বুকে মাথা রেখে কাটিয়ে দিতে পারতাম গোটা জীবন।
সুখের হতো মায়ার ভূবণ।