কামরুন নেসা লাভলী
আজ প্রভাত ব্যথায়
নীড় ছেড়ে চলেছে পাখি
অচেনা অজানা পথের সন্ধানে
সদি পায় সন্ধান
তবেই জুড়াবে প্রান
ফিরবে নীড়ে
গানের কলি এখনও
লুকায়ে কাঁদে অভিমানে।
তোমার সে না বলা
ভাষায় গাইবে বলে গান
কন্যা, জায়া, জননী
এখন ও অপেক্ষা করে
তোমার সে সুরের মূর্ছনায়
ভুলিবে দুঃখের অমানিশারাত
যদি পায় দেখা-তোমার
মধ্য প্রহর ও গুনে নিশ্চুপ
তোমার মুখর পদধ্বনি
চঞ্চল হরিণী ছুটে চলে
অনিমেষ তোমাকেই চাই।
গোধুলী বিদায়ী-সন্ধ্যা কিংবা
পূর্নিমা তাঁরায় যদি পায় দেখা
তাই নিরব চেয়ে থাকা --
কোথাও কি তুমি নেই ?
আজ তুমি দূরের কথিকা,
তবু আছ অন্তরে -
এই ব্যাপৃত হৃদয়ে আশা হয়ে
আলোক বিষ্ময়ে।।