কলমেঃ- অজিত কুমার সিংহ
সেদিন তুমি আসনি;
রমনার বটমূলে
বসন্তবরণ অনুষ্ঠানে।
অথচ কথা দিয়েছিলে;
নিশ্চয় তুমি আসবে।
কিন্তু আসনি।
রজঃস্বলা ছিলে নাকি?
আমাকে মুঠোফোনে
জানিয়ে দাওনি।
তুমি আসবে বলে
চারুকলার দাদুর কাছে থেকে
তোমার কানে পড়িয়ে
দেব বলে কিনেছিলাম
মাটির দুল।
তুমি আসনি।তাই
আমার বসন্তবরণ অনুষ্ঠানের
আনন্দটাই
মাটি হয়ে গেছে।
বাসায় ফিরে এলাম
নিরানন্দ মনে।