ম,ম, রবিউল ইসলাম।
আনমনা মন আমার রাত পাহারায়
কষ্টের পালকি টানে সাত বেহারায়
টুপটাপ খসে পড়ে নিল রংয়া তারা
পাহাড়ি হিমবাহি বহে ধীরে ধারা।
স্পনীল কেতন যেন পড়েছে নুয়ে
হিম হিম কুয়াশায় দিয়ে গেছে ছুয়ে
অবহেলা অযন্তনে ভাঙ্গা করি ডোর
অগ্নি বহ্নিতে পালিয়েছে ঘুমঘোর।
নিঃসঙ্গতায় অযথায় শান্তনায় অপমান
কথার তির্যক তীর ছুঁয়ে হৃদয় ম্লান
কি যে সে বেদনা কে বুজিবে তা
লাল চোখ অন্তর আর জানে বিধাতা।
ভয়াল ভালবাসায় কি যে প্রশান্তি
কাঁচ ভাঙ্গা পথ নিয়ে এলো ক্রান্তি
ফুলদানিতে সাজানো ঘর ও সংসার
পানি ছিটা দিই তাই আদরে বরং বর।
আলতার রঙ্গ মেখে পথে আঁকি চিহ্ন
বৃথাই গমনাগমন খা-খা মরু শূন্য
শুভ্র পালকের ডানায় নেমে এলো রাত্রি
কষ্টের পালকিতে আমি আনমনা যাত্রী।
(লেখাটি সংগ্রহ করে জমা দেন খুলনা থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস)