বৃথা শ্রম
======
বালুচরে আমি বৃথাই করেছি চাষ,
সার, পানি দিয়েও ফলেনি ফসল কোন!
সব খাটুনি তাই অসাড় হল আজ
বালু চরে আমি বৃথাই করেছি চাষ:
হাভাতে এখন কাটছে বছর -মাস,
নুন আনতেই পানতা ফুরায় হেন ו
বালু চরে আমি বৃথাই করেছি চাষ;
সার পানি দিয়েও ফলেনি ফসল কোন।
======
বাগদত্তা
======
বাগদত্তা ছিলে, তবু হলে পর- ঘরি
চাই নাক তাই, তোমাকে দেখতে আর,
তোমাকে দেখাই পাপ, ওগো পরনারী!
বাগদত্তা ছিলে তবু হলে পর -ঘরি
ক্ষোভে, দুঃখে-অভিমানে হলাম উদাসী,
দেখা হলে, ব্যথা বাড়ে, হৃদয়ে আমার
বাগদত্তা ছিলে, তবু, হলে পরঘরি
চাই নাক তাই তোমাকে দেখতে আর।