শীত এসেছে
------------------
সবুজের খামে এসেছে শীত
কুয়াশার কাব্যিক ভোরে
সময়ের পথে বইছে হাওয়া
আহ্লাদী চাঁদে এসেছে জোসনা
আগমনী বসন্তের উচ্ছ্বাসে
পৃথিবীতে এসেছে আনন্দের মাতম।
প্রত্যাশার নরোম রোদে এসেছে প্রাপ্তি
সবুজে হাসছে শিশিরের কণা
নৈস্বর্গের আলপনায় ভেজা ঘাসফুলে
রুপালি রোদ বয়ে বেড়ায় আনন্দ
বাঁশির সুরের মতোন পাখির কলরবে
মনে জাগে অধিক দেশপ্রেম উজ্জ্বল তারাদের নিস্তব্ধতায় আসে
দূরাকাশে হারিয়ে যাওয়া সুখ।
আমার হাসি
------------------
রেখে যাওয়া পাখির পালকের মত স্মৃতিতে
তুমি চলে গিয়ে নিজেকে রেখেছ
না দেখা দূরের আশ্চর্যে
তাই শুভ্রতার শরৎ ও হেমন্তেও আমি বিষন্ন
তোমার স্মৃতিরা চিহ্ন রেখে গিয়ে
বর্তমান সময়ে দিয়ে যাচ্ছে ব্যথা
পেছনের অনুভূতিগুলো অস্তিত্ব করছে আঘাত।
আজ ভেজা কুয়াশা ও কেঁদে ওঠে মন
অনুভূতির মেঘ হারিয়ে গেছে জীবনের মুষলধার
অন্ধকারে হারিয়েছি সঞ্চিত সুখ।
বিরুদ্ধ বাতাসে উড়ে যায় সুখী হওয়ার আনন্দ
কারণ তুমি দূরের শহরের হেয়ালী সময়ের হাতে
তুলে দিয়েছো আমার হাসি।