শাহবাগীদের ঠাঁই নাই
উহ..গায়েতে গন্ধ..
বিবেকটাও অন্ধ..
মনটাও যে বন্ধ
আাসলেই তো ভন্ড..।
খায় তারা বিড়ি
মুখটা যে বিচ্ছিরি.
করে না তারা পিড়ি..
টান দিতে দেরি..
বড় টিপ কাপালেতে
গন্ধ ডীপ শরীরেতে
অযুত লিক মাথাতে..
থাকে তারা চিপাতে..
আসলে তারা আবর..
মাথায় আছে গোবর
চলে যায় কত বছর.
বাবা মার নেই খবর…।
তাদের মাথায় কিছু নাই
তারা যৌন অধিকার চায়..
মোরা দিবোনা তাদের ঠাঁই
মোদের এই সোনার বাংলায়.
মোদের দাবি একটাই
এ বাংলার জমিনটায়
শাহবাগীদের জায়গা নাই..
আওয়াজ তুলুন আজ সবাই…
কী করেছিল ছোট্ট শিশুটি
কিভাবে পারলি লেলিয়ে দিতে
দেহটাকে শিশুর উপর..
তোর ঘরেতেও মেয়ে আছে
মাথায় নাইকি খবর…।
তোদের মানুষ বললে ভুল হবে
স্বাভাব যে পশুর মতো..
কিভাবে পারলি করতে তোরা
শিশুটির বুক ক্ষত…।
মানুষ নামক পশু তোরা
মাথায় রাখিস গোবর..
ফাঁসির দড়িতে ঝুলাবো তোদের
আর দিবো আস্ত কবর…।
কি করেছিল অবুঝ শিশুটি
করলি তোরা ধর্ষণ..
দোয়া করি মোরা, তোদের উপর
আযাব যেন হয় বর্ষণ…।
সেরা বন্ধুর শানে
বন্ধু মানে জীবন আর
বন্ধু মানেই আশা..
দু’টি মনে বেঁধে থাকে
গহীন ভালোবাসা..
পৃথিবীর ঐ মায়ার কাছে
সবাই হেরে যায়..
তবুও বন্ধু যায় না দূরে
সদা পাশে রয়…।
জীবন চলার পথে সবার
কিছু বন্ধু আসে…
কু-ধারণা লালন করে
পাশে এসে বসে..।
আমার কিছু বন্ধু ছিল
প্রথম জীবনে..
মুখ ফুটিয়ে বলিনি তাদের
কষ্ট দিত জেনে….।
তারই মাঝে একটি পেলাম
জীবন চলার বাঁকে..
মনের মাঝে রাখল পুষে
আমার হৃদয়টাকে…।
আমার কিছু বন্ধু আছে
দেয়না যারা পেঁড়া..
তারই মাঝে একরাম হলো
আমার কাছে সেরা….।
দোয়া করি তারই জন্য
মহান রবেকে ডেকে…
বন্ধুত্ব যেন অটুট রাখেন
উভয়ের মনটা থেকে…।