মাহে রমজান
দীর্ঘ সময় পাড়ি দিয়ে
এলো মাহে রমজান
রহমত দ্বারা পূর্ণ করলেন
মহান খোদা মেহেরবান,,।
প্রথম দশক রহমত নামে
হয়েছে নামকরণ..,
রোজাদারের উপর খোদার
শান্তি যে হয় বর্ষণ,,,।
মাঝের দশক মাগফিরাত
নামটি অনেক দামী,,
মহান মাসের মাঝে খোদা
দিলেন একটি খামি..।
শেষের দশে ছড়িয়ে পড়ে
রবের দয়ার চাদর,
হাজার রাতের সেরা রজনি
নামে “লাইলাতুল ক্বদর”।
এই দশকে বিশেষ আমল
সুন্নাত এতেকাফ,
মসজিদেতে বসে পাপী
চায় যে গুনাহ মাফ…।
কাবুল করো ওহে খোদা
সবার মনের চাওয়া
বাকি কারো থাকে না যেন
আপন ভালো পাওয়া..।
কলমের নিষেধাজ্ঞা
কলম নিলাম লিখব বলে
লিখতে গিয়ে অশ্রু ঝরে.,
কষ্টগুলো লিখতে গেলে
কলম আমায় নিষেধ করে,,।
হঠাৎ আমি হলাম কেমন
তাও জানেনা আমারই মন
কিভাবে এমন পাল্টে গেল
জীবন থেকে আমার স্বপন..।
আমি কিন্তু খুব সাধারণ
কলম আমায় করে বারণ,
কি বলিবো দুঃখের কথা
বুকটা যদি করে লালন.?
যদিও মনটা খারাপ আমার
তবুও রাখি খুব রোমাঞ্চকার,
হাসি-খুশি থাকলে যেন
স্বান্তনা পায় দুঃখ তাড়াবার..।