দিন ফুরালে
=========
দেখতে দেখতে চলে গেল অনেক ক'টি বছর
আমলনামায় জমেছে কি কোন, আমার ভালো খবর..?
হেলায় খেলায় চলে যাচ্ছে বাকি দিনগুলো
জানিনা তো করবো কবে একটু কাজ ভালো..।
ডাক আসিলে আমার সাথে যাবে নাতো কেহ
★তাহলে..>
কি করিব আপন করে দুনিয়ার এই মোহ..?
ছাড়ছে না তো হৃদয় থেকে বন্ধুদের ঐ মায়া
"দিন ফুরালে"-ই যেতে হবে সবার হাত ছাড়িয়া.।
জানি সময় অনেক দামি, করছি তবু হেলা
অথচ আমার সামনে আছে, আখের হিসাব মেলা.।
>>মনকে বলি...
সুধরাতে কি পারবি রে তুই.,পাপে ভরা এই জালে?
সুখে থাকতে চাস যদি,অপারগতার কালে...।
==========
কাবার প্রাণে
==========
মন সর্বদা পরে থাকে
সুদূর কাবার প্রাণে..
সব মাখলুকে ডাকে যারে
তাঁর ঘরেরি টানে..।
পেতাম যদি দেখা তাঁহার
নিজ চোখেরি ডোরে.
জিকির সদা শুনি যাহার
পাখপাখালির সুরে..।
বহুদিনের মনের কথা
বলব খোদার ঘর,
নত আমি করব মাথা
মহান খোদার তরে।
কবুল কর ওগো খোদা
আমার চোখের বারি,
তোমার কাবায় গিয়ে যেন
মৃত্যু বরণ করি।